এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের বড় জয়
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়া ফ্রান্স চতুর্থ গোলটি পায় ৮৮তম মিনিটে।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতিতে বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ং এবং আয়াক্স আমস্টারডামের স্টিভেন বার্গউইনকে পাচ্ছে না নেদারল্যান্ডস। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে ভাইরাস ফ্লুতে আক্রান্ত হন কোডি গাকপো, ডি লিটসহ পাঁচ খেলোয়াড়। অগত্যা তুলনামূলক দুর্বল স্কোয়াড নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু করেছে ডাচরা। ‘বি’ গ্রুপের লড়াইয়ে খর্ব শক্তির দল নিয়ে ফ্রান্সের মোকাবিলায় বিধ্বস্ত হয়েছে রোনাল্ড কোম্যানের দল। শুক্রবার রাতে ফ্রান্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ৪-০ গোলে হারে নেদারল্যান্ডস। দলের বড় জয়ে জোড়া গোলে করিম বেনজেমাকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। এক গোল করে মিশেল প্লাতিনিকে টপকান অঁতোয়ান গ্রিজম্যান। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। গোলটি করেন অঁতোয়ান গ্রিজম্যান। ৬ মিনিটের ব্যবধান স্কোরলাইন ২-০ করেন দায়োত উপামেকানো। ২১তম মিনিটে নিজের প্রথম গোল পান এমবাপ্পে।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়া ফ্রান্স চতুর্থ গোলটি পায় ৮৮তম মিনিটে। আর এই গোলেই ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড বেনজেমাকে পেছনে ফেলে জাতীয় দলটির হয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় পাঁচে অবস্থান করছেন বেনজেমা। পিএসজি তারকার আন্তর্জাতিক গোল সংখ্যা ৩৮। ছয়ে নেমে যাওয়া বেনজেমার গোল ৩৭টি। ১৯৭৬ থেকে ১৯৮৭ সালের মধ্যে ৪১ গোল করেছিলেন মিশেল প্লাতিনি। তালিকার চারে রয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে প্লাতিনিকে টপকে এককভাবে তৃতীয় স্থানে উঠে গেছেন অঁতোয়ান গ্রিজম্যান। ফ্রান্সের হয়ে ৪২ গোল করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্টার। দুইয়ে থাকা থিয়েরি অঁরির গোল ৫১। আর ৫৩ গোল নিয়ে শীর্ষে অলিভিয়ে জিরু।
ইউরো বাছাইয়ে ‘বি’ গ্রুপে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বাকি তিন প্রতিপক্ষ গ্রিস, আয়ারল্যান্ড এবং জিব্রাল্টার। রাতের অন্য ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারায় গ্রিস। একটি করে জয় নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ফ্রান্স এবং দুইয়ে গ্রিস। গোল পার্থক্যে এগিয়ে ফরাসিরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: