এবার দিনাজপুরে রেল লাইনে স্লিপার তুলে নিল
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর রেলস্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে রেল লাইনে স্লিপার তুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রুপসা এক্সপ্রেসে শতাধিক যাত্রী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর রেলস্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর রেল স্টেশনের আউটারে লাইনের ওপর কয়েকটি স্লিপার তুলে রাখে দুর্বৃত্তরা। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেসের লোকোমোটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমোটিভ মাস্টার সনেট মুন্সি তাৎক্ষণিক ব্রেক করেন। এতে ওই ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম জানান, তাৎক্ষণিক লাইনের ওপরে রাখা স্লিপার সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।