এক মাস ধরে নিখোঁজ রায়পুরার গৃহবধূ রুনা
প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর সাবিকুন্নাহার রুনা নামে এক গৃহবধূ গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গৃহবধূর মা রিনা রায়পুরা থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ রয়েছে গত এক মাস পূর্বে শ্বশুরবাড়ি থেকে সাবিকুন্নাহার কোথায় চলে যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সে আর শ্বশুরবাড়িতে ফিরে আসেনি। তার বাবার বাড়ি নরসিংদী সদর উপজেলার দাসপাড়া গ্রামেও ফিরে আসেনি। সবিকুন্নাহারের মোবাইল ফোনে আত্মীয়স্বজন কল দিয়ে এক মাস ধরে তার মোবাইল ফোন বন্ধ পায়। নিখোঁজ গৃহবধূ সাবিকুন্নাহারের শ্বশুরবাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলাধীন আমীরগঞ্জ ইউনিয়নের দড়িবালুয়াকান্দি কাট্টখালি গ্রামে। তার স্বামীর নাম সবুজ মিয়া। স্বামীর বাড়িতে সাবিকুন্নাহারের আনিছুর রহমান রুহান নামে ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে। এ পর্যন্ত রুনাকে তার মা রিনা খোঁজাখুঁজি করে না পেয়ে এখন পাগলের মতো অস্থির। রুনার গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট পরনে ছিল গোলাপী রংয়ের বোরকা। টিকে ছিলো। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।
নিখোঁজ রুনার মা জানিয়েছেন, ৬ বছর পূর্বে সবুজ মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এর মধ্যে তাদের পুত্র সন্তান রুহানের জন্ম হয়। স্বামী সবুজ মিয়া গত ৩ মাস পূর্বে দ্বিতীয় বিবাহ করে, বিবাহের ২ মাস পর সাবিকুন্নাহার রুনা নিখোঁজ হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews