উরস থেকে ফেরার পথে ছুরিকাঘাতে খুন

মোয়াজ্জেমপুর ইউনিয়নের বুড়া পীরের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

উরস থেকে ফেরার পথে ছুরিকাঘাতে খুন
ফাইল ছবি

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে মাজারে উরস দেখতে গিয়ে ছুরিকাঘাতে সজিব মিয়া (২২) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত সজিব মিয়া ইউনিয়নের দত্তপুর গ্রামের শাহাব উদ্দীনের ছেলে। রোববার (১৩ মার্চ) দিবাগত রাত একটার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বুড়া পীরের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাজারে উরস চলাকালীন রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সমবয়সী কিছু যুবকের সঙ্গে ঝগড়া হয় সজিব ও তার সঙ্গীদের। পরে বিষয়টি স্থানীয়রা দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেন।

এরপর রাত একটার দিকে মাজার থেকে বাড়ি ফেরার পথে প্রায় এক কিলোমিটার দূরে মাজার বাসস্ট্যান্ডে আসতেই সজিব মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত সন্ত্রাসীরা। সজিবকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকতে এমন পারে, এমন সন্দেহজনক দুই জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom