উর্বশীর সঙ্গে প্রেম? যা বললেন নাসিম শাহ

এশিয়া কাপে এক ম্যাচেই তারকায় পরিণত হয়েছেন পাকিস্তান দলের পেসার নাসিম শাহ

উর্বশীর সঙ্গে প্রেম? যা বললেন নাসিম শাহ
উর্বশীর সঙ্গে প্রেম? যা বললেন নাসিম শাহ -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : এশিয়া কাপে এক ম্যাচেই তারকায় পরিণত হয়েছেন পাকিস্তান দলের পেসার নাসিম শাহ।  অন্যদিকে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা শোবিজ তারকা।

দুই দেশের দুই ঘরানার তারকাকে নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিনের জোর গুঞ্জন— নায়িকা উর্বশীর সঙ্গে কী নাসিম শাহের প্রেম চলছে? 

উর্বশীর কারণেই এমন আলোচনার জন্ম নিয়েছে। পাকিস্তানের এ তরুণ পেসারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উর্বশী। এর পরই দুজনকে জড়িয়ে নানা গালগল্পে মত্ত নেটিজেনরা। 

ভারত-পাকিস্তান দ্বৈরথের ফলকে ছাপিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও নাসিম-উর্বশী নিয়ে আলোচনায় মগ্ন।

দুই দেশের ক্রিকেট ও সিনেপ্রেমীরা যখন উর্বশী ও নাসিমের মধ্যে সম্পর্কের সূত্র খুঁজে বেড়াচ্ছেন, তখন নাসিম উল্টো জিজ্ঞেস করে বসলেন— ‘উর্বশী রাউতেলা কে?’

যাকে জড়িয়ে এত আলোচনা, যে বলিউড নায়িকা তার ভিডিও শেয়ার করেছেন, সেই উর্বশী রাউতেলাকে চেনেনই না নাসিম শাহ। 


উর্বশী রাউতেলার প্রসঙ্গ তুলতেই নাসিম শাহ বলেন, ‘জানি না কে এসব কথা বলেছেন। উর্বশী রাউতেলা কে সেটাই তো আমি জানি না। কে কি জন্য এই ভিডিও দিয়েছে তাও আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’

আর কোনো ক্রিকেটার নয়; শুধু আপনার ভিডিও শেয়ার করেছেন নায়িকা উর্বশী। 

জবাবে ১৯ বছর বয়সি পাকিস্তানি পেসার বলেন,  ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, কারোর আমার খেলা দেখে ভালো লাগে তা হলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তা হলে খুব ভালো কথা।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom