উত্তরপ্রদেশে জন্মাষ্টমী উদযাপনের সময় ভিড়ের চাপে ২ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে জন্মাষ্টমী উদযাপনের সময় ভিড়ের চাপে পড়ে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে

 উত্তরপ্রদেশে জন্মাষ্টমী উদযাপনের সময় ভিড়ের চাপে ২ জনের মৃত্যু
 উত্তরপ্রদেশে জন্মাষ্টমী উদযাপনের সময় ভিড়ের চাপে ২ জনের মৃত্যু - প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে জন্মাষ্টমী উদযাপনের সময় ভিড়ের চাপে পড়ে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। মথুরার বাঁকে বিহারী মন্দিরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অন্ততপক্ষে ছয় জন আহত হয়েছেন। মন্দিরের চার নম্বর গেটে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে ওই মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময়, নয়ডা থেকে আসা এক নারী ভিড়ের কারণে দম বন্ধ হয়ে মারা যান। একই সঙ্গে জব্বলপুর থেকে মন্দির দর্শনে আসা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধও ভিড়ের চাপে জ্ঞান হারান। পরে হাসপাতাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলারতি দেখার সময় মন্দির চত্বরে হুড়োহুড়ি শুরু হলে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়। তখনই ভিড়ের চাপে দু’জনের মৃত্যু হয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে কিছু ক্ষণের বিশৃঙ্খলার পর আবারও পুজো শুরু হয়। মন্দিরের ধাক্কাধাক্কিতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom