ইসরাইলে রকেট হামলা চালিয়েছে হামাস
রাফা থেকে কমপক্ষে আটটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসরাইলে আবারো রকেট হামলা করেছে গাজার যোদ্ধাগোষ্ঠী হামাস। রাফা থেকে কমপক্ষে আটটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা আরও জানিয়েছে, এর বেশির ভাগই নিষ্ক্রিয় করা হয়েছে আকাশে। কেউ হতাহত হয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রায় চার মাসের মধ্যে এটাই প্রথম ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চল তেল আবিবে হামাসের রকেট হামলা। একই সঙ্গে ইসরাইল যখন জাতিসংঘের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে রাফায় সামরিক অভিযান চালাচ্ছে, তখনই এই হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার থেকে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও এখন এর কি পরিণতি হবে তা নিশ্চিত নয়। এর আগে সর্বশেষ তেল আবিবে হামলা হয়েছিল জানুয়ারিতে।
কিন্তু নতুন করে হামলা চালানোর ফলে হারজলিয়া, পেতা টিকভাসহ ইসরাইলের অন্য শহরগুলোতে সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়। ওদিকে টেলিগ্রাম চ্যানেলে এই হামলা চালানোর ঘোষণা দিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড। তবে রাফা থেকে হামলা করেছে কিনা তা পরিষ্কার করেনি।