ইউক্রেনে ফের রুশ সৈন্যদের হামলা, গোলাবর্ষণে বড় ভবন চার টুকরো

প্রচণ্ড গোলাবর্ষণে খেরসনের একটি শপিংমলসহ তিনটি বড় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইউক্রেনে ফের রুশ সৈন্যদের হামলা, গোলাবর্ষণে বড় ভবন চার টুকরো
ইউক্রেনে ফের রুশ সৈন্যদের হামলা, গোলাবর্ষণে বড় ভবন চার টুকরো

প্রথম নিউজ, ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ শহরের খেরসনে বেসামরিক বসতিগুলোতে হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। প্রচণ্ড গোলাবর্ষণে খেরসনের একটি শপিংমলসহ তিনটি বড় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর সিএনএনের। খেরসনে গত ২৪ ঘণ্টায় এ ঘটনায় অন্তত্ব দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। যার মধ্যে একটি পাঁচ বছর বয়সী শিশু রয়েছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা শুক্রবার টেলিগ্রামে জানিয়েছে, ফের শত্রুরা বিশৃঙ্খলভাবে সমস্ত এলাকাজুড়ে প্রায় সারারাত গোলাবর্ষণ করেছে। এর ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ইউক্রেনের দমকল বাহিনী আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে নেয়। 

জানা গেছে, একটি শপিং সেন্টারের গুদামে আগুন লেগেছে। পাইরোটেকনিক পণ্যগুলোতে একটি মর্টার শেল আঘাত করেছিল। ফলে বিস্ফোরণ এবং প্রচণ্ড শব্দ হয়েছিল। পরে রাশিয়ানরা আবারো গোলাবর্ষণ শুরু করেছিল। এ হামলায় বড় ভবন চার টুকরো হয়ে সব উপকরণ নষ্ট হয়ে গেছে।  জরুরি পরিষেবার তথ্য বলছে, শহরের একটি দোতলা আবাসিক বিল্ডিংয়ে মর্টার শেলের আঘাতের ফলে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। পরে গুদামে আঘাত করার পর তৃতীয় অগ্নিকাণ্ড ঘটে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: