ইউক্রেনের হামলায় রাশিয়ার সাবেক স্পেস এজেন্সির প্রধান আহত
গত সেপ্টেম্বরে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া রাশিয়ার দোনেৎস্ক অঞ্চলে হামলা করেছে ইউক্রেন
প্রথম নিউজ, ডেস্ক : গত সেপ্টেম্বরে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া রাশিয়ার দোনেৎস্ক অঞ্চলে হামলা করেছে ইউক্রেন। এতে রাশিয়ার স্পেস এজেন্সি রসকমসের সাবেক সিইও দিমিত্রি রোগোজিন আহত হয়েছেন, দাবি রাশিয়ার। খবর তাস ও সিএনএনের।
রোগোজিনের সহযোগী রুশ সংবাদমাধ্যম তাসকে জানিয়েছেন, 'তিনি যে হোটেলে অবস্থান করছিলেন, সেটি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। এতে তিনি আহত হয়েছেন। ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ মূহুর্তে তিনি সুস্থ আছেন।' ওই সহযোগী আরও জানান, এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হন।
বুধবার সন্ধ্যায় দোনেৎস্ক অঞ্চলের লেনিনিস্কি জেলায় ইউক্রেনের হামলায় দুই রাশিয়ার নাগরিকের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ইউক্রেন যুদ্ধে দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর বতর্মান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দিমিত্রি রোগোজিন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইউক্রেনের চারটি অঞ্চল দখলে করে নেয় রাশিয়া, যা প্রায় ইউক্রেনের মূল ভূখণ্ডের ১৫ শতাংশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews