আরব আমিরাতের গোল্ডেন ভিসার জন্য বিবেচিত শাকিব খান
পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে শাকিব খান এখনো কোনো কিছু জানাননি।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার জন্য বিবেচিত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে তিনি এই ভিসার জন্য বিবেচিত হলেন। পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে শাকিব খান এখনো কোনো কিছু জানাননি। মামুন জানান, আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদনের ভিত্তিতে শাকিব খান গোল্ডেন ভিসা প্রাপ্তির জন্য বিবেচিত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী, উদ্যোক্তা, পেশাদার, গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয়। দেশটি গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রের বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছে।
এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবার নানা সুযোগ-সুবিধা পাবে। তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না। বলিউড সেলিব্রেটি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে, তাদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও কমল হাসান।