আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের টানা চার জয়

আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের টানা চার জয়

প্রথম নিউজ, খেলা ডেস্ক: নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৪৯ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে এটা কিউইদের টানা চতুর্থ জয়। আর সমানে ম্যাচে এটা আফগানদের তৃতীয় হার। আজ আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করে নিউজিল্যান্ড। ব্যাট হাতে উইল ইয়াং ৫৪, টম ল্যাথাম ৬৮ ও গ্লেন ফিলিপস করেন ৭১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। কিউইদের হয়ে সমান ৩ উইকেট নেন লাকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার। 

নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮৮ রান ।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে ২৮৮ রান করেছে নিউজিল্যান্ড। 

প্রথম আঘাত মুজিবের

‘জায়ান্ট কিলার’ আফগানিস্তানের মোকাবিলায় দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারালো নিউজিল্যান্ড। ৬.৩ ওভারে আফগান স্পিনার মুজিব উর রহমানের শিকার হলেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৮ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন তিনি। ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪২ রান। 

টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।