আইফোনের মজা দেবে Xiaomi 13 Lite 5G, বিশেষ ফিচারের প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে শীঘ্রই লঞ্চ হচ্ছে

Xiaomi 13 Lite 5G AMOLED ডিসপ্লে সহ আসবে এবং ডায়নামিক আইল্যান্ডের সম্পূর্ণ কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারে

আইফোনের মজা দেবে Xiaomi 13 Lite 5G, বিশেষ ফিচারের প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে শীঘ্রই লঞ্চ হচ্ছে
আইফোনের মজা দেবে Xiaomi 13 Lite 5G, বিশেষ ফিচারের প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে শীঘ্রই লঞ্চ হচ্ছে

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: টেক জায়ান্ট Apple তাদের লেটেস্ট iPhone 14 সিরিজ ডায়নামিক আইল্যান্ডের (Dynamic Island) সাথে লঞ্চ করে বিশ্ববাসীর মধ্যে হৈচৈ ফেলে দিয়েছে। যদিও অ্যান্ড্রয়েড ডিভাইসে এই বৈশিষ্ট্য কবে আসবে তা এতদিন অজানা ছিল। তবে সম্প্রতি জানা গিয়েছে যে, শীঘ্রই ডায়নামিক আইল্যান্ডের সাথে একটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। আর এই ফোনের নাম রাখা হবে Xiaomi 13 Lite 5G। এই খবর সত্যি হলে, আসন্ন স্মার্টফোনটি ডায়নামিক আইল্যান্ডের সাথে আসা প্রথম অ্যান্ড্রয়েড মডেল হবে।

Xiaomi 13 Lite 5G স্মার্টফোনে ডায়নামিক আইল্যান্ড থাকবে

আনুষ্ঠানিক লঞ্চের আগেই শাওমি ১৩ লাইট ৫জি স্মার্টফোন সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, আসন্ন এই ফোন Xiaomi Civi 2 মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। যদিও শাওমি ডিভাইসটি একটি রিব্র্যান্ডেড মডেল হওয়া সত্ত্বেও এতে হয়তো নতুন কিছু ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে সংস্থা। যেমন অন্যতম বিশেষত্ব হিসাবে, এর ডিসপ্লের উপরি অংশে হয়তো ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে।

এছাড়া Xiaomi 13 Lite 5G AMOLED ডিসপ্লে সহ আসবে এবং এর সম্পূর্ণ কর্মক্ষমতাকে কাজে লাগাবে। যদিও অ্যান্ড্রয়েড মডেলের ক্ষেত্রে এই ফিচারটি আইফোনের ন্যায় কাজ করবে, এই কথা আমরা এক্ষুনি হলফ করে বলতে পারছি না। কারণ বেইজিং ভিত্তিক ব্র্যান্ডটি এখনও এমন কোনো সফ্টওয়্যার তৈরি করে উঠতে পারেনি, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ সমস্ত ট্রিকস বা কৌশল অফার করতে পারে।

প্রসঙ্গত Xiaomi 13 Lite 5G স্মার্টফোনকে সম্ভবত আসন্ন MWC 2023 টেক ইভেন্ট চলাকালীন লঞ্চ করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: