অস্ত্রবিরতিতে সম্মত পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবান

অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান সরকার এবং জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান

 অস্ত্রবিরতিতে সম্মত পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবান
অস্ত্রবিরতিতে সম্মত পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান সরকার এবং জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)। এই অস্ত্রবিরতি অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এবং এর পাশাপাশি উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। আফগান সীমান্তবর্তী এলাকায় দুই দশক ধরে টিটিপি যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে, তা স্থায়ীভাবে বন্ধে দরকষাকষি চলবে। এ খবর দিয়েছে ডন।

খবরে জানানো হয়, এর আগেও পাক সরকারের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করেছিল টিটিপি। তবে এ সপ্তাহেই তার মেয়াদ শেষ হয়। সেই প্রেক্ষিতেই আবারও দুই পক্ষ আলোচনায় বসে এবং নতুন চুক্তিতে সম্মত হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। ক্রমেই দুই পক্ষের মধ্যে বিশ্বাস বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে এই আলোচনায়। 

তালেবান নেতা মোল্লা হাসান আখুন্দের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছে পাক সরকারের প্রতিনিধি দল এবং টিটিপি নেতারা। হাসান আখুন্দ এখন আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। উভয় পক্ষই নিরবছিন্নভাবে অস্ত্রবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া দ্রুত স্থায়ীভাবে সন্ত্রাসবাদ বন্ধে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে টিটিপি। 

গত দুই দশকে জঙ্গি সংগঠনটি পাকিস্তানজুড়ে অসংখ্য নৃশংস হামলা চালিয়েছে। তারা মূলত আফগানিস্তানের সীমান্ত এলাকায় সক্রিয়। তাদের আতঙ্কে হাজার হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছে। নিহত হয়েছে উপজাতীয় এলাকার হাজার হাজার মানুষ। তালেবান আফগানিস্তান দখলের সময় পাকিস্তানি তালেবানরা (টিটিপি) তাদের সঙ্গে যুদ্ধ করে। এখন পাক সরকারের সঙ্গে টিটিপির সমঝোতায়ও তালেবানরা মধ্যস্ততা করছে।
মন্তব্য করুন

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom