অবৈধভাবে চাল মজুতের প্রমাণ মিলেছে: খাদ্যমন্ত্রী
আজ বুধবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রথম নিউজ, ঢাকা: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সম্প্রতি চালের দাম দফায় দফায় বেড়ে যাওয়ায় সারা দেশে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আজ বুধবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভরা মৌসুমে চাল সরবরাহের কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বাড়তে থাকায় সোমবার (৩১ মে) মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সারা দেশেই অভিযান পরিচালনা শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের ছয়টি বড় গ্রুপ কোম্পানি অবৈধভাবে চালের মজুত করছে বলে প্রমাণ পাওয়া গেছে।
চাল মজুতের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, অতিবৃষ্টি এবং বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে এবং সিন্ডিকেটের তৎপরতা বন্ধে প্রয়োজন হলে চাল আমদানি করবে সরকার। অতিবৃষ্টি ও বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা জানানোর জন্য প্রত্যেক জেলা প্রশাসককে ৭ দিন সময় দেয়া হয়েছে বলে জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে বিক্রি করে তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবেন না, এ সংক্রান্ত একটি আইন করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, দেশের খাদ্যগুদামগুলোতে ধান, চাল ও গম মিলিয়ে প্রায় ১২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে চালের পরিমাণ প্রায় ১১ লাখ ২৩ হাজার মেট্রিক টন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews