৩-০ গোলে বাংলাভিশনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাগো নিউজ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবলে বাংলাভিশনকে তিন শূন্য (৩-০) গোলে হারিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ।বাংলাভিশনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে জাগোনিউজ।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জাগো নিউজের হয়ে ম্যাচের প্রথম ও দ্বিতীয় গোল করেন অতিথি খেলোয়াড় শফিক কলিম। আর তৃতীয় গোলটি করেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন। ম্যাচসেরা হয়েছেন অতিথি খেলোয়াড় শফিক কলিম।
jagonews24প্রথমার্ধে ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন শফিক কলিম। এরপর দ্বিতীয়ার্ধে এসে ফের গোলের দেখা পায় জাগো নিউজ। গোলটি করেন শফিক কলিম। শেষের দিকে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন একটি গোল করেন। গোল ছাড়াই মাঠ ছাড়ে বাংলাভিশন।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী গ্রুপ কোয়ার্টার ফাইনালে উঠেছে জাগো নিউজ। দুপুর ২টায় কোয়ার্টার ফাইনালে জাগো নিউজের মুখোমুখি হবে এটিএন নিউজ। এ ম্যাচে জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে জাগো নিউজের।
জাগো নিউজ দল:
মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), সিরাজুজ্জামান হেলালা (ম্যানেজার), সাঈদ শিপন, ফজলুল হক মৃধা, মাসুদ রানা, নাজমুল হুসাইন, ইসমাইল হোসেন রাসেল, ইয়াসির আরাফাত রিপন (গোলরক্ষক), জাহাঙ্গীর আলম ও অতিথি খেলোয়াড় শফিক কলিম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews