হাসপাতালে ভর্তির একদিন পরই ডেঙ্গু রোগীর মৃত্যু

হাসপাতালে ভর্তির একদিন পরই ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক (৫০) নামে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ডেঙ্গু বিভাগের ফোকাল পারসন ডাক্তার ফরহাদ হোসেন হিরা জানান, তারাকান্দার আব্দুর রাজ্জাক গাজীপুর জেলার মাওনায় গার্মেন্টে চাকরি করতেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু ডেমরিজিস শকে মারা যান।


তিনি আরও জানান, গত ২ জুলাই বিলকিস বেগম নামে আরেক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ২৩ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ রোগী ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বেড়ে গেলে আলাদা ওয়ার্ড ব্যবস্থা করা হবে জানান তিনি।