হোটেলে আটকা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী, কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ
আজ শুক্রবার (০১ এপ্রিল) সকালে শহরের মালদহপট্টির পুনর্ভবা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুর পুনর্ভবা আবাসিক হোটেলে আটকা পড়েছিলেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী। তালা ভেঙে তাকে উদ্ধার করে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ। আজ শুক্রবার (০১ এপ্রিল) সকালে শহরের মালদহপট্টির পুনর্ভবা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দিনাজপুর পুনর্ভবা হোটেলে ওঠেন ওই শিক্ষার্থী। শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় হোটেল থেকে বের হতে গিয়ে দেখেন মূল গেট তালা দেওয়া। হোটেলে কাউকে না পেয়ে ম্যানেজারের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। পুলিশ দ্রুত হোটেলে পৌঁছে তালা ভেঙে পরীক্ষার্থীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে পৌঁছে দেন ।
পুনর্ভবা আবাসিক হোটেলের ম্যানেজার আল আমিন ইসলাম বলেন, অসুস্থতার কারণে রাতে ডিউটিতে থাকা হোটেল বয়কে ছুটি দিয়েছিলাম। নিজেও মোবাইল সাইলেন্স করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তাই এমন ঘটনা ঘটেছে।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে দ্রুত পুনর্ভবা হোটেলে গিয়ে কাউকে না পেয়ে হোটেল ম্যানেজারকে কয়েকবার ফোন দেওয়া হয়। তিনি না ধরলে পরে তালা ভেঙে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ মোটরসাইকেলে করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে পৌঁছে দেয়। মেয়েটি সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews