হাজারীবাগে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

আজ মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

হাজারীবাগে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হাজারীবাগে গলায় লিচুর বিচি আটকে অনিক হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর মা পারভিন আক্তার বলেন, আমার সন্তান প্রতিবন্ধী। আমি একটি বেসরকারি ক্লিনিকে আয়া পদে চাকরি করি। আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু কোনোভাবেই তাকে সুস্থ করতে পারিনি। আমার আমার স্বামী পাঁচ-ছয় বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন। আমি সকালে কাজে বের হই এরপর আমার মা আমাকে মোবাইল ফোনে জানায় ফ্রিজ থেকে একটি লিচু পড়ে যায় এবং সেটি খোসাসহ অনেক গিলে ফেলেছে। তার গলায় আটকে গেছে। পরে আমি এসে তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানায়, আমরা বর্তমানে হাজারীবাগ পুরান থানা রোডের ইয়াসিনের বাড়ির ভাড়াটিয়া। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মাইজদী গ্রামে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরেদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানাকে জানিয়েছি।