সোহেল তাজের পদযাত্রার কর্মসূচি গণভবন অভিমুখে

 তিনটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

সোহেল তাজের পদযাত্রার কর্মসূচি গণভবন অভিমুখে
সোহেল তাজের পদযাত্রার কর্মসূচি গণভবন অভিমুখে

প্রথম নিউজ, ঢাকা: তিনটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার তিনি এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন। এই কর্মসূচি একান্তই ব্যক্তিগত উদ্যোগ উল্লেখ করে সোহেল তাজ লিখেছেন, রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া এভিনিউ) বিকাল ৪ টায় গণভবনের উদ্দেশ্যে হেটে যাত্রা শুরু করব। কেউ চাইলে যোগ দিতে পারেন। না আসলে একাই যাব। ফেসবুকের এই পোস্টে সোহেল তাজ ৩টি দাবির কথা বলেছেন। দাবিগুলো হচ্ছে- ১০ই এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ায় দিনটিকে 'প্রজাতন্ত্র দিবস' ঘোষণা করতে হবে। 

৩রা নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom