সিরাজগঞ্জে মাদকসেবীর হামলায় দুই এসআই আহত

এ ঘটনায় মাদকসেবী মো. আক্তার সরকার (৪৮) কে আটক করেছে পুলিশ। আটক মো. আক্তার সরকার এনায়েতপুর থানার খোকশাবাড়ী গ্রামের আলতাফ সুরকারের ছেলে।

সিরাজগঞ্জে মাদকসেবীর হামলায় দুই এসআই আহত
সিরাজগঞ্জে মাদকসেবীর হামলায় দুই এসআই আহত

প্রথম নিউজ, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে মাদক সেবনকারীর হামলায় দুই এসআই আহত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টার দিকে জেলার এনায়েতপুর থানার সামনে এনায়েতপুর হাটে এ ঘটনা ঘটে। আহতরা হলো, এনায়েতপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও প্রনয় কুমার প্রামানিক। এ ঘটনায় মাদকসেবী মো. আক্তার সরকার (৪৮) কে আটক করেছে পুলিশ। আটক মো. আক্তার সরকার এনায়েতপুর থানার খোকশাবাড়ী গ্রামের আলতাফ সুরকারের ছেলে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালে এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমার এনায়েতপুর হাটে তথ্য সংগ্রহ ও বাজার করার জন্য যান। সেখানে বাজার করার সময় মাদকসেবী আক্তার সরকার তাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে সে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমারের কাপড় টেনে ছিড়ে ফেলে এবং তারা দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ।

ওসি আরো জানান, আহত এসআই সাইফুল ইসলাম ও প্রনয় কুমারকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত আক্তার সরকারকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, মাদকসেবী আক্তার সরকারের বড় ইকতিয়ার সরকারের বিরুদ্ধে মাদক, ছিন্তাই ও ডাকাতির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: