সুপ্রিম কোর্ট বারে সাবেক বিচারপতি মানিক হেনস্তার শিকার

তার ওপর পানির বোতল ও খাবারের প্যাকেট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সুপ্রিম কোর্ট বারে সাবেক বিচারপতি মানিক হেনস্তার শিকার
সুপ্রিম কোর্ট বারে সাবেক বিচারপতি মানিক হেনস্তার শিকার

প্রথম নিউজ, অনলাইন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটির ইফতার মাহফিলে যোগ দিতে এসে হেনস্তার শিকার হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তার ওপর পানির বোতল ও খাবারের প্যাকেট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এজন্য তিনি বিএনপিপন্থী আইনজীবীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক  সাংবাদিকদের  অভিযোগ করে বলেন,  ইফতার পার্টিতে অংশ নিতে গেলে আমাকে বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেন। তারা আমার সঙ্গে মারমুখী আচরণ করেন। এমনকি  আমার ওপর পানির বোতল নিক্ষেপ করে হামলা চালায়। যদিও আমার গানম্যানের গায়ে লেগেছে, আমার গায়ে লাগেনি। এমন আচরণ সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে কাম্য নয়।

প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী জানান, বিকেল ৫টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশপথজুড়ে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভরত বিএনপিপন্থী আইনজীবীরা। ৬টার দিকে  বিচারপতি মানিক বার ভবনের নিচ তলায় প্রবেশ পথ দিয়ে ইফতারে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। এসময় বার ভবনের নিচ তলায় প্রবেশমুখে অবস্থানরত বিএনপিপন্থী আইনজীবীরা ‘ভোট চোর, ভোট চোর’ বলে শ্লোগান দিতে থাকেন। কয়েকজন আইনজীবী তার দিকে তেড়ে যান। পাশাপাশি বিচারপতি মানিকের উদ্দেশে একাধিক বোতল ও খাবারের প্যাকেট নিক্ষেপ করা হয়। অবস্থা বেগতিক দেখে বিচারপতি মানিক দ্রুত হেঁটে উপরে উঠে যান।