সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন
তবে সাইকেল থেকে পড়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট অক্ষত আছেন।
প্রথম নিউজ, ডেস্ক : সাইকেল থেকে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১৮ জুন) সকালে সাইকেল চালাতে গিয়ে তিনি পড়ে যান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সাইকেল থেকে পড়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট অক্ষত আছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাইকেল থেকে পড়ার পরই উঠে দাঁড়ান বাইডেন। পরে তাকে বলতে শোনা যায়, ভালো আছি। এএফপির প্রতিবেদনে বলা হয়, ডেলাওয়্যারের রেহোবোথ বিচে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন বাইডেন। এ সময় দর্শনার্থীদের সঙ্গে আলাপের জন্য থামতে গেলে পড়ে যান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: