রেফারিকে মেরে আহত করল এক দর্শক
শুক্রবার রাত ১০টার ঠিক আগে সিডনির দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটেছে রেফারি-দর্শক সংঘর্ষের ঘটনা।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ম্যাচের সিদ্ধান্ত মন:পূত না হওয়ায় রেফারিকে মেরে আহত করেছেন এক সমর্থক। যে কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের এক ম্যাচে। শুক্রবার রাত ১০টার ঠিক আগে সিডনির দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটেছে রেফারি-দর্শক সংঘর্ষের ঘটনা। প্যাডস্টো পার্কে মুখোমুখি হয়েছে প্যাডস্টো হর্নেটস-গ্রিন অ্যাকর ঈগলস। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন খোদর ইয়াঘি। রেফারি ইয়াঘিকে ঘুসি মেরে চোয়াল ভেঙে দিয়েছেন ২৫ বছর বয়সি এক দর্শক। এই যুবককে গ্রেফতার করেছে ব্যাংকস্টাউন পুলিশ স্টেশন।
এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ বলেছে, ফুটবল ম্যাচ চলার সময়ে রেফারিকে এক দর্শক আহত করেছেন। রেফারির মুখে সেই দর্শক বারবার ঘুসি মেরেছেন এবং তার মাথায় লাথি মেরেছেন। ডেইলি টেলিগ্রাফের রিপোর্ট অনুসারে ম্যাচ রেফারির চোয়াল ভেঙে গেছে এবং চারটি দাঁত ছিটকে গেছে। সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে- অভিযুক্ত ব্যক্তি একজন খেলোয়াড়। তিনি এখন সাসপেনশনে রয়েছেন। ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
দুই মিনিটের সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে রেফারিকে একজন ঘুসি মারছেন। তিনি আহত হয়ে টার্ফে অসহায় অবস্থায় পড়ে আছেন। আহত রেফারি চিৎকার করে বলছিলেন, আমার চোয়াল ভেঙে গেছে। এরপর রেফারিকে লিভারপুল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ফুটবল অস্ট্রেলিয়া এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।