মুরাদনগরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল বিষয়টি নিশ্চিত করেন।

মুরাদনগরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়ায় আমেনা খাতুন (৮১) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল (১১ অক্টোবর) বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত আমেনা ওই পাড়ার মৃত তালেব আলী ব্যাপারীর স্ত্রী।  স্থানীয়রা জানান, আমেনার ছয় ছেলে। এর মধ্যে দুইজন গ্রামে থাকেন। বড় ছেলে ইউসুফের ঘরে থাকতেন আমেনা। ছোট ছেলে আবদুল মতিনের ঘর পাশের বাড়িতে।  

নিহতের বড় ছেলে আবু ইউসুফ বলেন, গতকাল বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান আমার মা। বৃহস্পতিবার সকালে ভাতিজা (আবদুল মতিনের ছেলে) সাগর সকালের খাবার খাওয়ার জন্য মাকে ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজা খোলা। তখন সে ঘরে প্রবেশ করে দেখে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় আমার মা পড়ে আছেন।  

মুরাদনগর থানার ওসি আজিজুল বারি ইবনে জলিল জানান, নিহতের গালে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।