মুন্সিগঞ্জ পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৫
প্রথম নিউজ, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ সদরে পরাজিত নৌকা প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকালে সদর উপজেলায় চর মুক্তারপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন হামলার শিকার নৌকার সমর্থক শাকিল।
আহতরা হলেন অন্তঃসত্ত্বা রিয়া আক্তার (৩০), মো. শামীম (৩২), ইমু আক্তার (১৮), ইয়ানা (১৩), হোসনে আরা (৩২) ও অভিযোগকারী শাকিল (৩০)। এদের মধ্যে রিয়া আক্তারকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃনার কান্তি দাসের সমর্থক ছিলেন মুক্তারপর এলাকার শাকিল ও তার পরিবারের লোকজন। নির্বাচন নিয়ে তাদের সঙ্গে বিরোধিতা চলছিল প্রতিপক্ষ প্রার্থী ফয়সাল বিপ্লবের স্থানীয় সমর্থকদের মধ্যে। নির্বাচনে মৃণাল কান্তি দাস পরাজিত হলে সোমবার সকালে ফয়সাল বিপ্লবের সমর্থক ১০-১৫ জন দেশী অস্ত্র নিয়ে শাকিলদের বাড়িতে হামলা চালান। ভাঙচুর থামাতে গেলে অন্তঃসত্ত্বা রিয়া আক্তারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।