মুন্সীগঞ্জে দুই অটোরিকশা চালকের লাশ উদ্ধার
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ : স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশস্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ
মুন্সীগঞ্জে একদিনে পৃথক স্থান থেকে দুই অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এন আর বি নামক একটি ইটভাটার পাশে মোহাম্মদ নেকবর হোসেন (২২) নামের অটোরিকশা চালকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ জানান, রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। আজ সকালে গ্রামের একটি ইটভাটার কাছে লাশ পাওয়া যায়।
অপরদিকে সকালে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া এলাকায় একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের নাম মোহাম্মদ মোস্তফা। তিনিও পেশায় অটোরিকশা চালক। গতকাল অটো নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেননি বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি, হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি আমরা দেখছি।
লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।