ভারতের সঙ্গে তথ্য শেয়ার করার দাবি জাস্টিন ট্রুডোর

রাজধানী অটোয়াতে শুক্রবার তিনি সংবাদ সম্মেলন করেন।

ভারতের সঙ্গে তথ্য শেয়ার করার দাবি জাস্টিন ট্রুডোর

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বেশ কয়েক সপ্তাহ আগেই শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ শেয়ার করা হয়েছে ভারতকে। রাজধানী অটোয়াতে শুক্রবার তিনি সংবাদ সম্মেলন করেন। বলেন, এই হত্যায় ভারত সরকারের গোয়েন্দা এজেন্টরা জড়িত এ বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ আছে। তার ভাষায়, ভারত নিয়ে সোমবার আমি এসব বিশ্বাসযোগ্য অভিযোগের কথা বলেছি। আমরা এসব অভিযোগ বহু সপ্তাহ আগে তাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা ভারতের সঙ্গে গঠনমূলক কাজ করতে চাই। আশা করি, তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, যাতে এই গুরুতর বিষয়টির মূল রহস্য উদ্ধার করতে পারি। 

সোমবার থেকে তিনি প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করলেও মিডিয়ার সঙ্গে বা প্রকাশ্যে ওই সব বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ বা গোয়েন্দা তথ্য প্রকাশ করেননি। এর মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই হত্যার জবাবদিহির বিষয়ে জোরালো অবস্থানের কথা জানিয়েছেন। ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তদন্তে সহায়তা করতে। হোয়াইট হাউস থেকেও একই রকম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে এ ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র কূটনীতিক তিনি।