বৃষ্টির জন্য রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায়
প্রথম নিউজ, অনলাইন: তীব্র তাপদাহে পুড়ছে রাজধানীসহ গোটা দেশ। ৫৮ বছরের ইতিহাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রশান্তির বৃষ্টির জন্য রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন জনপ্রিয় মুফতি শায়খ আহমদুল্লাহ। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি।