বাধা ডিঙিয়ে সিলেট বিএনপি’র হাজারো নেতাকর্মী ঢাকায়
গতকাল রাতেও শতাধিক নেতাকর্মী ঢাকায় গেছেন। ঢাকায় পৌঁছে যাওয়া নেতারা জানিয়েছেন, পথে পথে বাধা ও তল্লাশি ডিঙিয়ে তারা ঢাকায় পৌঁছেন।
প্রথম নিউজ, সিলেট: পথে পথে বাধা। একইসঙ্গে তল্লাশি। এই অবস্থায় গতকাল সন্ধ্যার মধ্যেই সিলেট বিএনপি’র হাজারো নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। দু’দিন আগেই ঢাকায় পৌঁছেছেন সিনিয়র নেতারা। গতকাল রাতেও শতাধিক নেতাকর্মী ঢাকায় গেছেন। ঢাকায় পৌঁছে যাওয়া নেতারা জানিয়েছেন, পথে পথে বাধা ও তল্লাশি ডিঙিয়ে তারা ঢাকায় পৌঁছেন। অনেকেই সিলেট থেকে আকাশ পথে ঢাকায় গেছেন। সিলেট বিএনপি’র একাধিক নেতা মানবজমিনকে জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর ছাড়া ইউনিটের নেতারাও এখন ঢাকায়। তবে অর্ধেক নেতা সিলেটে রয়ে গেছেন। তাৎক্ষণিক কোনো কর্মসূচির ডাক এলে তারা সিলেটে অবস্থান নেবেন।
গত কয়েক দিন ধরে তারা সিলেটে সে প্রস্তুতি নিয়ে রেখেছেন। গত রাতে ঢাকার ফকিরাপুল এলাকায় অবস্থান করছিলেন সিলেট যুবদল নেতা লিটন আহমদ। তিনি জানিয়েছেন, বাস, ট্রেন ও বিমানে করে নেতারা গতকাল রাত পর্যন্ত ঢাকায় পৌঁছেছেন। অনেককেই পুলিশ পথে পথে তল্লাশি করেছে। এসব তল্লাশি চৌকি ডিঙিয়েই নেতারা ঢাকায় এসেছেন। এবার শুধু জেলার নেতা নয়, ইউনিয়ন পর্যায়ের নেতারাও ঢাকার সমাবেশে যোগ দিতে এসেছেন। এদিকে- সিলেটের নেতাদের মধ্যে খুব কমসংখ্যকই এবার হোটেলে উঠেছেন। অনেকেই নিজ নিজ উদ্যোগে বাসাবাড়িতে উঠেছেন। কিছুসংখ্যক নেতা ফকিরাপুল, পল্টন, মতিঝিলের হোটেলে উঠেছেন। যারা হোটেলে উঠেছেন তারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন, সিলেট বিএনপি’র শীর্ষ নেতারা পরিবহন বন্ধ হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছে গেছেন। শুক্রবার রাত পর্যন্ত কয়েকহাজার নেতাকর্মী সিলেট থেকে ঢাকায় এসেছেন বলে জানান তিনি। বলেন, আজ সিলেটের সব নেতারা ঢাকার কোনো একটি স্থানে অবস্থান নেবেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে মূল সমাবেশে যোগ দেবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, নগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে জানান তিনি। নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, সমাবেশে যোগ দিতে সর্বশেষ বৃহস্পতিবার রাতে নগর বিএনপি’র নেতারা প্রস্তুতি সভা করেছে। বলেন, আমাদের বিপুলসংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। আর কিছু অংশ সিলেটে থাকবেন। কোনো কর্মসূচি এলে সিলেটেও পালন করা হবে। এবার নগর বিএনপি’র তৃণমূলের নেতারাও ঢাকায় গেছেন বলে জানান তিনি। ঢাকায় পৌঁছেছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। তিনি মানবজমিনকে জানিয়েছেন, এরই মধ্যে সিলেট থেকে যুবদলের প্রায় ৩ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন। আজ সবাই একত্রিত হয়ে মূল সমাবেশে যোগ দেবেন। এদিকে- সিলেট নগর বিএনপি’র সর্বশেষ প্রস্তুতি সভায় নগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ থেকে আর পিছপা হওয়ার সুযোগ নেই।
সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে ২৮শে অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করতে হবে। নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সদস্য ডা. নাজমুল হোসেন, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, লল্লিক চৌধুরী, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা সভায় মহানগরের আওতাধীন ৪২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতিদের মধ্যে মো. লুৎফুর রহমান চৌধুরী, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক, শেখ কবির আহমদ, মো. লুৎফুর রহমান মোহন, শোয়াইবুর রহমান সুয়েব, আব্দুল ওয়াদুদ মিলন, নাদির খান, আহমদ মঞ্জুরুল হাসান মন্জু, তারেক আহমদ, খায়রুল ইসলাম খায়ের, রাসেল আহমদ প্রমুখ।