বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে বিজিএমইএ’র উদ্বেগ
বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।
প্রথম নিউজ, অনলাইন: বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য ৮ শতাংশ বাড়ানোর কারণে পোশাক শিল্পের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যা রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ। বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।
এতে তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ফলে মুদ্রাষ্ফীতির কারণে রপ্তানি আদেশ দিন দিন কমে যাচ্ছে। অপরদিকে লোডশেডিং ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা দুরূহ হয়ে পড়ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। ফলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বিলম্ব বা সমস্যা তৈরি হলে শ্রমিক অসন্তোষসহ এই সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে বিজিএমইএ’র এই দুই নেতা আরও বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা এবং টালমাটাল অবস্থা বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে সরকার বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য বৃদ্ধি করেছে। এতে পোশাক শিল্পের উৎপাদন ব্যয় আরও বেড়ে রপ্তানি বাধাগ্রস্ত হবে।
তারা বলেন, প্রধানমন্ত্রীর রপ্তানিবান্ধব সাহসী সিদ্ধান্তের ফলে ২০২২-২০২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪৬ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও ০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট খাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করতে বিজিএমইএ নেতারা অনুরোধ জানিয়েছেন।