পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে আটোয়ারী থানার ওসি সোহেল রানা জানান।

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

প্রথম নিউজ,পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর প্রাণ গেছে। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে আটোয়ারী থানার ওসি সোহেল রানা জানান। মৃতরা হল-ওই গ্রামের রফিজুল ইসলামের ছেলে মো. সোহাগ (৬) ও একই গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৮)।

ওই শিশুদের পরিবারের বরাতে আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাক্কারুল আলম কচি বলেন, “বৃষ্টির মধ্যে সোহাগ ও সাব্বির বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘসময় তারা বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে শুরু করে।

“এরপর সন্ধ্যার দিকে তাদের পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীদের সহায়তায় দুজনকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।”

সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সোহাগ ও সাব্বিরকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান। ওসি বলেন, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom