দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন: রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট
মঙ্গলবার বিচারপতি এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাদের জামিন দেন।
প্রথম নিউজ, অনলাইন: অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। মঙ্গলবার বিচারপতি এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাদের জামিন দেন। এছাড়া দুজনের আপিল হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করে সাইবার ট্রাইব্যুনালের দেয়া জরিমানা স্থগিত করে দেন। ফলে আপাতত তাদের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
এদিন শুরুতে আদিলুর-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী দুই দফায় দাঁড়িয়ে জামিনের বিরোধিতা করেন। একপর্যায়ে আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, তাহলে তাদের ২ বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না? আদালত বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।