দৌলতদিয়ায় নদী পারাপারের অপেক্ষায় ৩ কিমি গাড়ির সারি
বর্তমান এ নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। ফেরি বাড়ানো হলে যাত্রী ও পরিবহণ চালকদের ভোগান্তি থাকবে না।
প্রথম নিউজ, রাজবাড়ী : ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে তিন কিলোমিটার এলাকাজুড়ে নদী পারাপারের জন্য অপেক্ষা করছে যানবাহনের সারি এর মধ্যে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহণ, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে চরম ভোগান্তি নিয়ে অপেক্ষা করছেন যাত্রী, চালক ও পরিবহণ শ্রমিকরা।
এদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে, বর্তমান এ নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। ফেরি বাড়ানো হলে যাত্রী ও পরিবহণ চালকদের ভোগান্তি থাকবে না।
সরেজমিন বুধবার দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত মহাসড়কে দুই লেনে পারাপারের জন্য যানবাহনের সারিকে আটকে থাকতে দেখা যায়।
খুলনার দাকোপ থেকে তরমুজ বোঝাই করে আসা ট্রাকচালক আবুল কাসেম বলেন, খুলনা থেকে ঢাকা যেতে মোট সময় লাগে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা। খুলনা থেকে তরমুজ বোঝাই করে এসে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজ এলাকায় আটকে আছি বলে ক্ষোভ প্রকাশ করেন।
বেনাপোল থেকে এসডি পরিবহণে আসা ঢাকামুখী বাসযাত্রী জনি শেখ বলেন, আমি একটি আইটি কোম্পানিতে চাকরি করি। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য সকালে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজের কাছে এসে বাসে আটকে ছিলাম। কতক্ষণ আটকে থাকা যায়! কয়েক ঘণ্টা বাসে বসে থেকে বাস ছেড়ে এখন রিকশা নিয়ে ঘাটে গিয়ে নদী পাড়ি দেব।
ট্রাকে করে ঢাকা ফেরত যাত্রী ছব্দুল শেখ বলেন, মাগুরা থেকে মঙ্গলবার ভোরে বাঙ্গি নিয়ে ঢাকায় গিয়েছিলাম সেগুলো বেচে বাড়ি ফিরছি। বাসে বাড়ি ফেরার চেয়ে কয়েকজন মিলে ট্রাকে চড়ে বসেছি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন যুগান্তরকে বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া ১৯টি ফেরি রয়েছে এই নৌরুটে। ঈদের আগে ফেরির সংখ্যা বেড়ে ২১টি হবে। ফেরির সংখ্যা বেড়ে গেলে আশা করছি ভোগান্তি কমে যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews