ড. জিয়াউদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী আজ

ড. জিয়াউদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা শ্বিবিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমদের নবম মৃত্যুবার্ষিকী আজ ২২ এপ্রিল। তিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইন্তেকাল করেন। ড. জিয়াউদ্দিন ১৯৩৩ সালের ১ এপ্রিল ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে অধ্যয়ন শেষে তিনি একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

১৯৬৯ সালে জাপানে পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরে আবার একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। ড. জিয়াউদ্দিন বিভাগীয় চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, শিক্ষক সমিতির সহসভাপতি, আবাসিক হল এবং আন্তর্জাতিক ছাত্রাবাসের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের সভাপতি, বিএনসিসির (সাবেক ইউওটিসি) কমান্ডিং অফিসার, বাংলাদেশ-জাপান সোসাইটি এবং ঢাকা সমিতির (শিক্ষা) সহসভাপতি, একাধিক কলেজের গভর্নিং বডির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 

তাঁর স্ত্রী শামসুন্নাহার আহমেদ (ডলি) ২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসে ইন্তেকাল করেন এবং বড় ছেলে ড. মুশতাক আহমেদ (ডালিম) ২০০১ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। পরিবারের পক্ষ থেকে সবার জন্য দোয়া চাওয়া হয়েছে।