ট্যাংকের পর এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
প্রথম নিউজ, ডেস্ক : রুশ বাহিনীকে প্রতিহত করতে এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
শনিবার রাতে ভিডিওবার্তায় ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে এই দাবি জানান। খবর রয়টার্সের।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ছাড়া রাশিয়ার আগ্রাসন মোকাবিলা সম্ভব নয়।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কোনো বিকল্প নেই। তারা আমাদের একের পর এক শহর ধ্বংস করে চলেছে। আজ সকালেও বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী।’
এ সময় অত্যাধুনিক ট্যাংক সরবরাহ করায় পশ্চিমা মিত্রদের প্রশংসা করেন জেলেনস্কি। তিনি বলেন, এমন সহায়তা অব্যাহত থাকলে রাশিয়ার বিরুদ্ধের ইউক্রেনের জয় অবধারিত।
এদিকে পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেনকে ৩২১টি ট্যাংক দেবে বলে জানিয়েছেন দেশটির এক কূটনীতিবিদ। ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলশেঙ্কো শুক্রবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তবে কোন কোন দেশ কি মডেলের ট্যাংক দেবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ভাদিম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: