জাহাঙ্গীরকে মেয়র পদ ফিরিয়ে দিতে ৬১ কাউন্সিলরের আবেদন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত কাউন্সিলর ও দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেন।

জাহাঙ্গীরকে মেয়র পদ ফিরিয়ে দিতে ৬১ কাউন্সিলরের আবেদন
জাহাঙ্গীরকে মেয়র পদ ফিরিয়ে দিতে ৬১ কাউন্সিলরের আবেদন

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের উন্নয়ন ও আগামী সিটি নির্বাচনে বিজয় নিশ্চিতকরণের লক্ষ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দেয়ার জন্য সিটি করপোরেশনের ৬১ জন সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরের স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দপ্তরে জমা দেয়া হয়েছে। গত রোববার এই আবেদন জমা দেয়া হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত কাউন্সিলর ও দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেন।

কিন্তু বিগত ১৫ মাস ধরে গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ এর স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা বর্তমানে চরম সীমায় পৌঁছে গেছে। যার ফলস্বরূপ গাজীপুর সিটি করপোরেশন সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে। নির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনে উন্নয়নের যে ধারা চালু করেছিলেন বর্তমান প্যানেল মেয়র সমন্বয়হীনতা ও জনগণের চেয়ে নিজের উন্নয়নে অধিক মনোযোগী হওয়ার কারণে আজ তা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এর ফলে লক্ষ লক্ষ সাধারণ জনগণ গাজীপুর সিটি করপোরেশন থেকে প্রতিনিয়ত তাদের প্রাপ্য নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছেন। কার্যত সিটি করপোরেশন অকার্যকর হয়ে পড়েছে। এতে সরকারের ও দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। 

আবেদনকারীরা আরও উল্লেখ করেন, ইতিমধ্যে মহামান্য হাইকোর্টে প্যানেল মেয়রের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দ্বৈত নাগরিকতাসহ ২১টি বিষয় নিয়ে রিট দাখিল করা হয়েছে। উক্ত রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট দুদককে তদন্ত করার নির্দেশ প্রদান করেছেন। এমতাবস্থায় আবেদনপত্রে স্বাক্ষরকারী ৬১ জন ওয়ার্ড কাউন্সিলর মন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ করছেন। উন্নয়নের চাকা সচল রাখার অভিপ্রায়ে জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে মেয়রের দায়িত্বে ফিরিয়ে আনার জন্য তারা অনুরোধ করেন।

আবেদনপত্রে স্বাক্ষর রয়েছে এমন একাধিক কাউন্সিলর জানান, জাহাঙ্গীর আলমকে ফিরিয়ে আনতে তারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবরে লিখিত আবেদনপত্র ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জমা দেয়ার জন্য লিখিত একটি আবেদনপত্রেও সই করেছেন। উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর অর্থাৎ মোট ৭৬ জন কাউন্সিলরের মধ্যে এই আবেদনপত্রে ৬১ জন এর স্বাক্ষর রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: