‘জ্বরের নাপা সিরাপ’ খেয়ে মারা গেল সহোদর ২ শিশু

সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে আটটার দিকে দু’জনের অবস্থা খারাপ হতে থাকে

‘জ্বরের নাপা সিরাপ’ খেয়ে মারা গেল সহোদর ২ শিশু
‘জ্বরের নাপা সিরাপ’ খেয়ে মারা গেল সহোদর ২ শিশু

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা’ সিরাপ পান করে মোহাম্মদ ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন দু’ভাই। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজর পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। তারা একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। শুক্রবার সকালে ওই শিশুদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও মৃতদের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত আটটার দিকে ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে ‘জ্বরের’ সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে আটটার দিকে দু’জনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষ অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: জসিম জানান, দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে নাপা সিরাপের বোতল ও শিশুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মা ফার্মেসিতে গিয়ে তাদের দোকান বন্ধ পাওয়া যায়। দোকানের মালিক মাইনুদ্দিন পলাতক রয়েছে। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজাদ রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। এই ঘটনায় পরিবারেরপক্ষথেকে কোন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom