চুরির টাকা মেকাপে গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করেছে সরকার: রিজভী
তিনি বলেন, 'সরকার এদেশের মানুষকে অধমে পরিণত করেছেন তার দু:শাসনের দ্বারা।
প্রথম নিউজ, ঢাকা: উন্নয়নের নামে চুরি করা টাকা মেকাপ করতেই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ রবিবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তায়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে ‘বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করে।
এনার্জি রেগুলেটরি কমিশনের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের সিদ্ধান্তোর সমালোচনা করে রিজভী বলেন, 'আজকে সংবাদপত্রে এসেছে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করবে এনার্জি রেগুলেটরি কমিশন। পেট্রোবাংলার পরামর্শে তারা এই কাজটি করবেন। এখন গ্যাসের পাইকারী মূল্য ৯ টাকা ৩৩ পয়সা, এটা বাড়ানো হবে ১২ টাকা ৪৭ পয়সা অর্থাৎ ৩৩ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তবা করা হবে আজ। এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত।
বিএনপির এই নেতা বলেন, 'সরকার এদেশের মানুষকে অধমে পরিণত করেছেন তার দু:শাসনের দ্বারা। জনগণের গলাকাটার জন্যই সরকার গ্যাসের দাম বৃদ্ধি করার পাঁয়তারা করছে। উন্নয়নের নামে চুরি করার টাকা মেকাপ করতেই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, 'এদিকে মানুষ বাজারে গিয়ে হাহাকার করছে। দেশের এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নাকি পদ্মা সেতুর উদ্বোধনের দিন ৬৪ জেলায় উৎসব করবেন। উনার (প্রধানমন্ত্রীর) মনের মধ্যে উৎসব থাকতে পারে কিন্তু দেশের কোটি কোটি মানুষ না খেয়ে হাহাকার করছে।
রিজভী বলেন, 'সরকার আমাদের ফ্লাইওভার-মেট্রোরেল,পদ্মা সেতু দেখাচ্ছেন। আবার অহংকার করে বলছেন টুস করে ফেলে দিবেন। শুধু কি হর্ণ বাজালেই শব্দ দূষণ হয়। প্রধানমন্ত্রীর মতো একটা জায়গা থেকে তিনি যখন এমন কথা বলেন, এটা একটা বড় ধরনের শব্দদূষণ তৈরি করে সমাজের মধ্যে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা.মাজাহারুল আলমের সভাপতিত্বে ডিইউজের সহ-সভাপতি সাংবাদিক রাশেদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু প্রমুখ বক্তব্য দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews