চাঁদপুরে মা ইলিশ ধরায় ২৪ ঘণ্টায় ৩৯ জেলে আটক
মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

প্রথম নিউজ,চাঁদপুর: চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৩৯ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রাতে চাঁদপুর নৌ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ইলিশ শিকার করার সময় ৭ জেলেকে জালসহ আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত মেঘনার মোহনাসহ আশপাশের এলাকা থেকে ৩২ জেলেকে ইলিশ জালসহ গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১২ জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। বাকি ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews