ঘাতক ট্রাক কেড়ে নিলো ২ কিশোরের প্রাণ
ঘটনাস্থলেই প্রাণ হারায় সালমান ও শরীফ
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: সরাইলের দেওড়া গ্রামের কিশোর সালমান (১৬), আনাছ (১৬) ও শরীফ (১৭) তিন বন্ধু। সোমবার পিতার বাইক নিয়ে বের হয় শরীফ। একে একে বের হয়ে আসে সালমান ও আনাস। দেওড়া থেকে এক বাইকে করে তিন বন্ধু রওয়ানা দেয় রাজামারিয়াকান্দির উদ্দেশ্যে। ইলেকট্রিক কাজ শেষ করে রাত ৯টার পর রওয়ানা দেন বাড়ির দিকে। ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়াকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের বাইকটিকে চাপা দেয়। বাইকসহ সড়কে ছিটকে পড়ে ৩ আরোহী। দ্রুতগতির আরেকটি ট্রাক তাদের উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সালমান ও শরীফ। গুরুতর আহত হয়ে সড়কে ছটফট করতে থাকে আনাছ।
গতকাল দুপুরে দেওড়া জামে মসজিদ মাঠে কয়েকশ’ লোকের অংশগ্রহণে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের মধ্যে শরীফের চেহারাটি কোনো রকমে দেখা যায়। লাশ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা শনাক্ত করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আনাছকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ বিশ্বাস বলেন, ঘাতক ট্রাক দুটির মধ্যে একটিকে আটক করেছি। মামলা হবে। আইনগত ব্যবস্থা নিবো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews