কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না: সালাউদ্দিন টুকু

শুক্রবার টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না: সালাউদ্দিন টুকু

প্রথম নিউজ, টাঙ্গাইল: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলে যারা আছেন, আপনারা যদি অন্যায়, অত্যাচার করেন, সেটি দলের মধ্যে প্রভাব পড়ে। এতে দল ক্ষতিগ্রস্ত হয়। তাই দল কোনো অন্যায় বরদাস্ত করবে না। কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে হবে। তিনি  শুক্রবার টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ—সভাপতি আমিনুল ইসলাম, সহ—সভাপতি আবু ঈসা মুনিম, মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেনিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ স্বেচ্ছাবেক দল, শ্রমিক দল,মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এতে বিএনপির ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বিগত স্বৈরাচার সরকারের আমলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ওপর জুলুম, নির্যাতনের চিত্র তুলে ধরেন। নেতৃবৃন্দ কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।