কেজরিওয়াল সরকারের নিয়োগ দেয়া ২২৩ জনকে বরখাস্ত করলেন দিল্লি গভর্নর
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দিল্লির নারী কমিশনের ২২৩ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। তিনি বলেছেন, নিয়ম লঙ্ঘন করে এসব নিয়োগ দিয়েছেন নারী কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তিনি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির এমপি। বরখাস্ত বিষয়ক নির্দেশে গভর্নর দিল্লি কমিশন ফর ওমেন এক্টের উল্লেখ করেছেন।
গভর্নরের অনুমোদন ছাড়াই ২২৩ পদে নিয়োগ দেয়া হয়েছে। এই কমিশনের কোন কর্মী হায়ার করারও এক্তিয়ার নেই। এ নির্দেশের ফলে দিল্লিতে ক্ষমতাশীন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তার দল আম আদমি পার্টি আরও বড় একটি ধাক্কা খেল। এমনিতেই জেলে আছেন কেজরিওয়াল। তার দলের অনেক শীর্ষ নেতাও আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।