কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধিতে বিএনপির উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ
গত সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বক্তরা এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রথম নিউজ,ঢাকা: জ্বালানি সরবরাহের ব্যর্থতায় ডিজেল চালিত কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও কুইক রেন্টালে চারটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। গত সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বক্তরা এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী,, বেগম সেলিমা রহমান,ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় নিম্ম বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায়, ৫ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পাঠ ও অনুমোদন করা হয়।
২। সভায়, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রেক্ষিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩। সভায়, সম্প্রতি জ¦ালানি সরবরাহের ব্যর্থতায় ডিজেল চালিত কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও কুইক রেন্টালে চারটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা মনে করে যেখানে বিদ্যুৎ বোর্ড জ¦ালানী অপ্রতুলতার কারণে সবকয়টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারছে না, উৎপাদন না করেও শত শত কোটি টাকা ভর্তুকি প্রদান করছে সরকার সেখানে চারটি বিদ্যুৎ কেন্দ্রকে মেয়াদ বৃদ্ধি ক্ষতির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি করবে। দেশের সকল মানুষের কষ্টর্জিত আয়ের টাকা সরকারের ট্যাক্সের মাধ্যমে কেটে নিয়ে অনৈতিকভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ প্লান্টগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসাবে প্রদান করা তাদের দুর্নীতির আরেক চিত্র উদঘাটিত হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার জন্য আহ্বান জানানো হয়।
৪। সভায়, স্বাস্থ্য সেবায় ব্যবহৃত ২০টি জেনেরিকের (মূল ঔষধ) ৫০টি ব্যান্ডের ঔষধের দাম প্রায় ৫০% থেকে ১৩৪% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সভা মনে করে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যখন অস্বাভাবিক হারে বেড়ে চলেছে সেই সময় গুটিগতক ব্যবসায়ীকে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য অনৈতিকভাবে ঔষধের মূল্য বৃদ্ধি করছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়।
৫। সভায়, গত ২২ আগস্ট হতে লোডশেডিং জ¦ালানি তেল, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে ভোলায় স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম, ছাত্রদলের নূর আলম, নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলনে অসংখ্য নেতা-কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের ও পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই সকল হামলায় পুলিশের গুলিতে অনেকের চোখ নষ্ট হয়ে গেছে আহত হয়েছে অসংখ্য হাজার হাজার নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। পুলিশ বাড়ি বাড়ি তল্লাশী চালিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করছে। সভায়, ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী এই সরকারের দমন নীতির তীব্র সমালোচনা করা হয়। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews