এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে

এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ
এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম নিউজ, অনলাইন: গ্রাহককে ব্যাংক স্টেটমেন্ট না দেয়ায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরার ব্রাঞ্চ ম্যানেজারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া, আগামী ৫ই জুন তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে।   আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী। অপরদিকে রিটের পক্ষে ছিলেন এডভোকেট ইয়ারুল ইসলাম। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী বলেন, আদালতের আদেশের পরেও সাতক্ষীরার ব্যবসায়ী সফিউর রহমানকে ঋণ সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট প্রদান না করায় এ আদেশ দেয়া হয়েছে। সাতক্ষীরার সফি এন্টারপ্রাইজের মালিক মো. সফিউর রহমান এবি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি একটি ব্যাংক স্টেটমেন্ট চান। কিন্তু এবি ব্যাংক স্টেটমেন্ট দিতে অস্বীকার করে। 

পরবর্তীতে সফিউর রহমান হাইকোর্টে রিট করেন। রিটের শুনানির একপর্যায়ে হাইকোর্ট আমাকে, এবি ব্যাংকের হেড অফিসে ও সাতক্ষীরা শাখার ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলেন। আমি হেড অফিসের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজারকে আদালতের আদেশের কথা জানিয়ে তাদের ব্যবসায়ী সফিউর রহমানকে ব্যাংক স্টেটমেন্ট দেয়ার কথা বলি। 

তিনি বলেন, এভিপি আমিনুল ইসলামকে গতকাল কোর্টে হাজির থাকার কথা বলেছিলাম। রিটকারী  গত সোমবার এবি ব্যাংকের সাতক্ষীরা শাখায় গিয়েছিলেন স্টেটমেন্ট আনতে। কিন্তু এবি ব্যাক কর্তৃপক্ষ তা দেয়নি। আদালতের আদেশের পরেও ব্যাংক স্টেটমেন্ট না দেয়ায় তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom