এই জুলাই মাস বাংলাদেশের গণতন্ত্রের মাস হতে পারে: দুদু
প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতেই হবে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চলতি জুলাই মাস বাংলাদেশের মুক্তির মাস হতে পারে। জুলাই মাস বাংলাদেশের গণতন্ত্রের মাস হতে পারে। জুলাই মাস স্বৈরতন্ত্রের পতনের মাস হতে পারে।
শনিবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সরকার যেমন আছে তেমনই থাকবে: কাদেরশামসুজ্জামান দুদু বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি এই সরকারকে পদত্যাগ করতেই হবে। আর যদি পদত্যাগ না করে তাহলে পদত্যাগে বাধ্য করবো। পাকিস্তানীদের যেভাবে বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে এই সরকারকে বিদায় করবো।
সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা কি না করেছেন। যা যা করা দরকার সবকিছু করেছেন। আর এখন পর্যন্ত আমরা ভালোই ভালোই এসেছি। এর মানে এই নয় যে, ভালোভাবে যদি বিদায় না নেন আমরা সেটা সমর্থন করবো। পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করবো।
আরও পড়ুন: এক দফার আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: ফখরুল
নিখোঁজের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, নিখোঁজ ও গুমের শিকার যারা হয়েছে তাদের সন্তান জানে না তার পিতা বেঁচে আছে কি না। আমাদের যে ধর্মীয় আচার রয়েছে সেগুলোও পালন করবে কি না সেটাও তারা করতে পারে না।
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়ক অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, এম নাজমুল হাসান প্রমুখ।