উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রথম নিউজ, অনরাইন ডেস্ক: রাশিয়ায় পা রাখতেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র আলোচনা সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে। ধারণা করছেন, ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিষয়েও আলোচনা করবেন পুতিন। 

এ বিষয়ে ওয়াশিংটন ও তার মিত্ররা উদ্বেগ প্রকাশ করেন। অস্ত্র সরবরাহের ব্যাপারে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।  নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো কার্যকর করার হুমকিও দিয়েছে দেশটি।