ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাত থেকে
দুই মাসের নিষেধাজ্ঞা হওয়ায় এবার কাঙ্ক্ষিত টার্গেট ৬ লাখ টন ইলিশ মাছ আহরণ সম্ভব হবে।
প্রথম নিউজ, গাজীপুর : দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ জেলেরা আবার নদী-সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। আজ শনিবার মধ্যরাতে এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মৎস্য বিভাগ জানিয়েছে, দুই মাসের নিষেধাজ্ঞা হওয়ায় এবার কাঙ্ক্ষিত টার্গেট ৬ লাখ টন ইলিশ মাছ আহরণ সম্ভব হবে। তবে নিষেধাজ্ঞা শেষে নদীতে এই সময়ে মাছের আকাল থাকায় এবং ঈদের কারণে অনেক জেলেই জাল নিয়ে নদীতে যেতে আগ্রহী নয় বলে জানিয়েছেন।
ভোলা জেলার দৌলতখান উপজেলার কাজিরহাট এলাকার মেঘনা নদীর পাড়ে নৌকায় আলকাতরা দিচ্ছিলেন কালু মাঝি। তিনি জানান, 'এখন নদীতে মাছ নেই। আর ঈদের কারণে ছেলে-মেয়েদের সাথেই ঈদের আনন্দ করব। এই সপ্তাহে আর নদীতে যাব না।'
ভোলা সদরের, আলাউদ্দিন মাঝি জানান নদীতে মাছ না থাকলে তাদের প্রতি ট্রিপে লোকসান হয়। এক একটি ট্রিপে তাদের এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়ে যায়, কিন্ত কাঙ্ক্ষিত মাছ না মিললে লোকসান গুনতে হয়। এর ফলে এখন নিষেধাজ্ঞা উঠে গেলেও নদীতে নামবে খুব কম সংখ্যক জেলে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews