ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী: পররাষ্ট্রসচিব

বিমসটেক সম্মেলন

ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী: পররাষ্ট্রসচিব

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ব্যাংককে আজ বুধবার বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার ষষ্ঠ বিমসটেক রাষ্ট্র প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 

শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঢাকা ছাড়ার কথা রয়েছে। প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন।