ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার ৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে
বিমা দাবি থেকে তাঁদের এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আগামী জুনে এই অর্থ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে গোলার আঘাতে নিহত হাদিসুর রহমানের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ ডলার (প্রায় সাড়ে চার কোটি টাকা) পাচ্ছে। বিমা দাবি থেকে তাঁদের এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আগামী জুনে এই অর্থ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের বৈঠকে বিমা কোম্পানি থেকে হাদিসুরের পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বিএসসির মালিকানাধীন ওই জাহাজে কর্মরত অন৵রা সাত মাসের বেতন পাবেন। এ ছাড়া নিহত হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১ জুন তিনি বিএসসিতে যোগ দেবেন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলায় নিহত হন হাদিসুর রহমান। ১৪ মার্চ তাঁর লাশ দেশে আনা হয়। জাহাজটি আক্রান্ত হওয়ার পর ২৮ নাবিককে উদ্ধার করে বাংকারে সরিয়ে নেওয়া হয়। ৯ মার্চ তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। শিপিং করপোরেশনের মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি ২৯ জন নাবিক ও প্রকৌশলীকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। গত ২৪ ফেব্রুয়ারি সেখানেই অবস্থান করছিল জাহাজটি। ওই দিন ভোরেই রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। হামলার সপ্তম দিনে বাংলাদেশি জাহাজে গোলার আঘাতের ঘটনা ঘটেছিল, যাতে হাদিসুরের প্রাণ যায়।
হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার প্রত্যন্ত হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে। তাঁর মেজ ভাই তরিকুল ইসলাম পটুয়াখালী সরকারি কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ছোট ভাই গোলাম মাওলা ঢাকার কবি নজরুল কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। সবার বড় বোন সানজিদা আক্তার পটুয়াখালী জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত, তাঁর বিয়ে হয়েছে। বাড়িতে এখন শুধু হাদিসুরের মা-বাবা থাকেন। হাদিসুরই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হাদিসুরের মা আমেনা বেগম সম্প্রতি প্রথম আলোকে বলেছিলেন, ‘এখন পরিবার চলতে খুব কষ্ট। দুই ছেলে পড়াশোনা করে টিউশনি করে। ওরা চলবে নাকি আমাদের চালাবে?’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews