৮ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা জমশেদ আলী
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৩৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জমশেদ আলী রানা (৭০) আটদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৬ই ডিসেম্বর বগুড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে রাজধানীর মহাখালী বাসস্টান্ড থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এরপর থেকে তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও, হাতিরঝিল থানায় ঘুরেও তার কোনো সন্ধান মেলেনি। ডিবি অফিসও কোনো সন্ধান দিতে পারেনি। নিখোঁজের জন্য সাধারণ ডায়েরি করতে গিয়েও ফিরে আসতে হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সুলতানা বেগম। তিনি জানান, জমশেদ আলী রানা বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা তিনি জানেন না। ১৬ই ডিসেম্বর দুপুরে মহাখালী থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময়ে তার সঙ্গে তাদের ভাড়াটিয়া হৃদয় উপস্থিত ছিলেন। তিনি নিজে সাক্ষী- আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডিবি পুলিশ রানাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর থেকে তারা হন্য হয়ে বিভিন্ন থানায় গেলেও কেউ তার স্বামীর খোঁজ দিচ্ছে না।
তার স্বামী বিএনপি করে এমনটা বলার পর হাতিরঝিল থানা পুলিশ তাদের সঙ্গে অকথ্য আচরণ করেছে, হুমকি দিয়েছে। জিডি করার জন্য এক থানা থেকে আরেক থানায় বারবার পাঠিয়েছে। কিন্তু কোনো থানাই জিডি গ্রহণ করেনি। এখন পর্যন্ত তিনি জানেন না- তার স্বামী কোথায়। মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক জানান, জমশেদ আলী রানা একজন বয়স্ক মানুষ। বিএনপি’র একজন নিবেদিত কর্মী। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে তাকে নিখোঁজ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের বর্তমান স্বাধীনতার অবস্থা। রাজনীতি করা তো কোনো অপরাধ নয়। এভাবে গুম করে, নিখোঁজ করে শেষ রক্ষা হবে না। এর জবাব একদিন এই সরকারকেই দিতে হবে। অবিলম্বে জমশেদ আলী রানাকে জনসম্মুখে ফেরত দেয়ার দাবি জানাচ্ছি। বিএনপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ সম্মেলনে জমশেদ আলী রানার সন্ধান দাবি করে বলেন, যারাই এ সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদের লুটপাটের প্রতিবাদ করতে চায়, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে, নিখোঁজ করা হচ্ছে। গুম-খুন করে বিরোধী দলকে দমনের যে নীতি আওয়ামী লীগ নিয়েছে তা সভ্যতা বহির্ভূত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews